শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি (এডহক)-এর সভাপতি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি নাজমুল হোসেন বাদল মাতুব্বর। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র হাওলাদার।
বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতুব্বর, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি (অবঃ) সার্জেন্ট মোঃ সামসুল হক, পাখিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, শিক্ষক মোঃ ইদরীস ও সামান্তমন ভৌমিক।
পরিচিতি সভার শুরুতে নবনির্বাচিত সভাপতি নাজমুল হোসেন বাদল মাতুব্বরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জহির ইসলাম, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাইদ, ডিইএব কলাপাড়া উপজেলার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ইলিয়াস মাহমুদ, মোঃ নাইম গাজী, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য মোঃ জহিরুল ইসলাম, নবগঠিত কমিটির সদস্য মোঃ লোকমান গাজী, শিক্ষক মোঃ আবু সোলায়মান সজীব মাতুব্বর এবং নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম প্রমুখ।
পরিচিতি সভায় বক্তারা নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply