শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

আপন নিউজঃ কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৭ মে) সকাল ৭টার দিকে কলাপাড়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের রহমতপুর স্কুল সংলগ্ন খালে ময়লা আবর্জনার মধ্যে লাশটি ভেসে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, প্রথমে খালের পাশে দুর্গন্ধ টের পেয়ে তারা খুঁজতে গিয়ে ময়লার স্তূপের নিচে এক নারীর মরদেহ দেখতে পান। মৃত নারীর মুখ ও শরীরের কিছু অংশ ময়লার নিচে ঢাকা ছিল। তার পরনে একটি ছাপা ম্যাক্সি ও লাল রঙের স্যালোয়ার ছিল।
ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। তবে এখনও পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, বেশ কয়েক দিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে, কারণ শরীরের বিভিন্ন অংশে পচন ধরে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মরদেহ উদ্ধার প্রক্রিয়া শুরু করে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply