শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

আপন নিউজঃ কলাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১০ বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া আক্তার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উত্তর টিয়াখালী গ্রামের মোঃ মোজাম্মেল মৃধার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে সে তার বোনের মেয়েকে নিয়ে একটি মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে সিক্স লাইনে একটি অটোবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply