শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

আপন নিউজঃ কলাপাড়ায় “জীবন রক্ষায় প্রস্তুতি – দুর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ” শীর্ষক দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ কমিউনিটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করে World Concern Bangladesh-এর PARIBARTAN প্রকল্প, স্থানীয় প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর যৌথ উদ্যোগে। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিপি-এর সহকারী পরিচালক আসাদুজ্জামান খান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মোকছেদুল আলম।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোঃ রবিউল ইসলাম বলেন, “এক সময় আমরা শুধু প্রার্থনা করতাম, এখন আমরা প্রস্তুতি নিই। দুর্যোগ মোকাবেলায় জনগণের সচেতনতা ও একতা আমাদের সবচেয়ে বড় শক্তি।”
কর্মশালায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিপিপি স্বেচ্ছাসেবক, শিক্ষক, ইমাম, পুরোহিত, নারী প্রতিনিধি, যুব সংগঠক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। কর্মশালার প্রধান আলোচনায় উঠে আসে, হাউজহোল্ড লেভেলে দুর্যোগ প্রস্তুতির ধাপ, কমিউনিটি পর্যায়ে দায়িত্ব বণ্টন ও রোল-প্ল্যানিং, জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়ার উপায়।
সিপিপি-এর সহকারী পরিচালক আসাদুজ্জামান খান বলেন, “মাঠ পর্যায়ের প্রস্তুতি থাকলেই ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। প্রশিক্ষিত ও সংগঠিত কমিউনিটিই সবচেয়ে বড় প্রতিরক্ষা।”
পিআইও মোঃ মোকছেদুল আলম দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এই কর্মশালার মাধ্যমে স্থানীয় জনগণের দুর্যোগ সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং কমিউনিটি নেতৃত্ব ও প্রস্তুতির গুরুত্ব আরও জোরালোভাবে উঠে এসেছে। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ কর্মশালাকে করেছে অর্থবহ ও সফল।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply