শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

আপন নিউজঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কলাপাড়া উপজেলার বিএনপির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
মঙ্গলবার (১৩ মে) বিএনপির কেন্দ্রীয় দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান সম্প্রতি কয়েকটি কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যা দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী। এসব কারণেই কেন্দ্রীয় নেতারা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিএনপি এ ধরনের সিদ্ধান্তকে দলের শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে দেখছে।
উল্লেখ্য, ৬ মে মঙ্গলবার চরমোনাই দরবারে বসে দলের আমীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply