শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার মানিকঝুড়ি নামক স্ট্যান্ডে মিজান পরিবহন বাস থেকে ২৬ মণ সামদ্রিক মাছ জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ সোমবার রাত ১১ টার দিকে এ মাছ জব্দ করেছেন। পরে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন জব্দকৃত মাছের ৩২০ কেজি নিলামে বিক্রি এবং ৭২০ কেজি এতিমখানা ও স্থানীয় দুস্থদের বিতরন করে দেয়া হয়।
জানাগেছে, ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন সাগরে সকল ধরনের মাছ শিকার, পর্হিন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছেন সরকার। কিন্তু সরকারী নির্দেশনা উপেক্ষা করে তালতলী উপজেলার ফকিরহাট এলাকার অসাধু ব্যবসায়ী ও জেলেরা উপজেলার মৎস্য বিভাগকে ম্যানেজ করে সাগরে মাছ শিকার করে আসছেন। সোমবার রাতে ফকিরহাটের জেলেদের শিকার করা সামদ্রিক মাছ মিজান নামের একটি পরিবহনে ঢাকায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ ও মেরিন ফিসারিজ অফিসার অলিউল রহমান ওই পরিবহন বাস আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি স্ট্যান্ডে আটক করে এবং বাসে থাকা ২৬ মণ সামদ্রিক মাছ জব্দ করেন। পরে আমতলী উপজেলা নির্বাহী অফিসের সামনে জব্দকৃত মাছ নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান জব্দকৃত মাছ থেকে ৩২০ কেজি নিলামে ৭৬ হাজার ৩’শ ২৫ টাকা বিক্রি করেন এবং ৭২০ কেজি ২৬ টি এতিম খানা ও স্থানীয় দুস্থদের বিতরন করে দেন।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ বলেন, ১০৪০ কেজি মাছের ৩২০ কেজি নিলামে বিক্রি করা হয়েছে। অবশিষ্ট ৭২০ কেজি মাছ এতিম খানায় ও দুস্থদের মাঝে বিতরন করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান বলেন, জব্দকৃত কিছু মাছ বিধি মোতাবেক নিলামে বিক্রি এবং এতিম খানা ও স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিতরন করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply