শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ১০নং বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির। সভা সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।
সভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেটের সার-সংক্ষেপ উপস্থাপন করা হয়। চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির বলেন, “এই বাজেট জনকল্যাণে উৎসর্গিত। আমরা জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছি।” তিনি আরও জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে এ বাজেট সহায়ক ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নয়জন সদস্য, তিনটি সংরক্ষিত ওয়ার্ডের তিনজন মহিলা সদস্য, পরিষদের গ্রাম পুলিশ সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইউডিএমসি’র সদস্য, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও সাধারণ জনগণ।
বক্তারা বলেন, এ ধরনের উন্মুক্ত বাজেট সভা জনগণের অংশগ্রহণমূলক প্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে স্থানীয় সরকার ও জনগণের মাঝে একটি সেতুবন্ধন তৈরি হয় যা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply