শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

নয়নাভিরাম গাইন (নয়ন)।।
কলাপাড়া পৌরসভার অভ্যন্তরে ভারী যানবাহন প্রবেশে স্থাপিত প্রতিবন্ধকতা কার্যকর করা হয়েছে। আজ ২৮ মে সকালে এতে তালা ঝুলিয়ে প্রতিবন্ধকতা কার্যকর করেন উপজলো নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। তার ঘোষনা অনুযায়ী সকাল ৮ টা থেকে রাত ৯ টার মধ্যে কলাপাড়া পৌর শহরের ভিতরে ভারী যানবাহন প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরী সেবা ও প্রশাসনের জন্য জনগুরুত্বপূর্ণ বিভাগের গাড়ি যেমন পুলিশ বিভাগ,এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,খাদ্য বিভাগ ইত্যাদি। এদের সার্বক্ষণিক চলাচলের জন্যে সংশ্লিষ্ট বিভাগের গাড়ি চালকদের কাছে এর চাবি প্রদান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম বলেন, প্রতিবন্ধকতা কার্যকর করার ক্ষেত্রে পৌরসভার পক্ষ থেকে তিনজন গেটকিপার রাখা হয়েছে। যারা সকাল আটটার মধ্যে গেট আটকে দিবেন এবং রাত নয়টায় খুলে দিবেন। এছড়াও নিয়োগ কৃত কিপার দের পক্ষ থেকে কোন চলক কে অবৈধ সুবিধা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন গেট কিপার যদি নিজস্বার্থ চরিতার্থ করার জন্য চালকদের সুবিধা দেয় তবে তাকে চাকরিচ্যুতর পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply