শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটায় হতদরিদ্র ১৩৬টি পরিবারকে জীবিকায়নের লক্ষ্যে হাঁস-মুরগির বাচ্চাসহ পালনের জন্য ঘর (খোপ) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপে ১৫টি পরিবারকে এসব সহায়তা প্রদান করা হয়েছে।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুপুর একটার দিকে পৌর এলাকার হুইচ্যানপাড়া গ্রামে প্রতিটি পরিবারকে উন্নত জাতের ১০টি হাঁস ও ১০টি মুরগির বাচ্চা, সঙ্গে একটি করে খোপ প্রদান করা হয়।
এই উদ্যোগ বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার মো. কামাল হোসেনসহ পৌরসভার কর্মকর্তারা।
এর আগে নির্বাচিত ১৩৭টি পরিবারকে হাঁস-মুরগি, ছাগল ও গরু পালনের ওপর প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়। পর্যায়ক্রমে সব পরিবারকে এসব সহায়তা উপকরণ দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পেশাগতভাবে অনিশ্চয়তার মুখে থাকা হতদরিদ্র বিশেষ করে জেলে পরিবারগুলোকে বিকল্প জীবিকার পথে ফেরাতে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রকল্প চলছে।
এ সময় পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, “জীবনের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাইকে টিকে থাকতে হবে। সাহস ও মনোবল ধরে রেখে বিকল্প জীবিকায় সফল হওয়ার জন্য এই সহায়তা গুরুত্বপূর্ণ।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply