শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় “জাতীয় আগাম সাড়াদান প্রটোকলের ব্যবহার এবং মাঠ পর্যায়ে বাস্তব প্রয়োগ” বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে কলাপাড়া উপজেলা পরিষদ মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।
কর্ডএইড-স্টেপ প্রকল্পের উদ্যোগে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)-এর সহযোগিতায় আয়োজিত এই মহড়ায় স্থানীয় প্রশাসন, সিপিপিরং স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মহড়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমাদুল হক, অতিরিক্ত সচিব ও পরিচালক (প্রশাসন), সিপিপি। স্বাগত বক্তব্য প্রদান করেন কর্ডএইড প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জনাব আবু নাঈম।
মহড়ার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন শেখ মহিউদ্দিন, সমন্বয়কারী, স্টেপ কনসোর্টিয়াম।
এছাড়া অভিব্যক্তি প্রকাশ করেন মি. তপন কুমার চক্রবর্তী, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, এসিএফ।
এই মহড়ার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি, জনসচেতনতা এবং সমন্বিত উদ্ধার প্রচেষ্টার দক্ষতা বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply