শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া মুক্তিযোদ্ধা বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ ছালাম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আলমগীর হোসেন, সভাপতি ৩ নং লালুয়া ইউনিয়ন বিএনপি, মোঃ জসিম মল্লিক, আহবায়ক, কলাপাড়া পৌর কৃষকদল,,(২) মোঃ তুহিন হোসেন, যুগ্ম আহবায়ক, কলাপাড়া উপজেলা কৃষক দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সোবাহান মৃধা, সভাপতি ৩ নং লালুয়া ইউনিয়ন কৃষক দল এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বাস আল মামুন বুলবুল, সিনিয়র সহ-সভাপতি ৩ নং লালুয়া ইউনিয়ন কৃষক দল।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফরিদ উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, লালুয়া ইউনিয়ন কৃষক দল, ওয়াসিম বিশ্বাস, সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড বিএনপি, দুলাল তালুকদার, সভাপতি, ৮ নং ওয়ার্ড বিএনপি, শহিদুল চৌকিদার, সভাপতি, ৯ নং ওয়ার্ড যুবদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নেতৃবৃন্দ বলেন, এই কার্যালয় কৃষকদের ন্যায্য দাবি আদায়ে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply