উপকূলীয় জেলেদের জীবনমান উন্নয়নে কলাপাড়ায় সিড়ি এনজিওর পিও গঠন সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন
উপকূলীয় জেলেদের জীবনমান উন্নয়নে কলাপাড়ায় সিড়ি এনজিওর পিও গঠন সভা অনুষ্ঠিত

উপকূলীয় জেলেদের জীবনমান উন্নয়নে কলাপাড়ায় সিড়ি এনজিওর পিও গঠন সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে “সিড়ি” নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ফিসনেট প্রকল্পের আওতায় প্রাথমিক সংগঠন (পিও) গঠন করেছে। সোমবার (২৩ জুন) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার ৭নং ওয়ার্ডের হোসেন পাড়া গ্রামে রুমা বেগমের বাড়িতে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার প্রায় ৫০ জন প্রান্তিক মৎস্যজীবী নারী অংশগ্রহণ করেন।

এই সভায় উপস্থিত ছিলেন সিড়ি ফিসনেট প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার রাজীব বিশ্বাস। তিনি বলেন,

“এই প্রকল্পের মূল লক্ষ্য উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী পরিবারের জীবিকা পূনর্গঠন, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা এবং পরিবেশ পুনরুদ্ধার। ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।”

তিনি আরও জানান, সামুদ্রিক মাছ আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের আর্থিক সহায়তা ও বিকল্প জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করছে সিড়ি।

অফিস সূত্রে জানা যায়, কুয়াকাটা পৌরসভার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও ঘনবসতিপূর্ণ সামুদ্রিক জেলে বসতি এলাকায় মোট ২৫টি জেলে সংগঠন (প্রতিটি দলে ২৫ জন করে) গঠন করবে সিড়ি সংস্থা এবং তাদের সার্বিক জীবনমান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিড়ির ফিল্ড ফ্যাসিলিটেটর মেনকো নাইন ও নেওয়েন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!