শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত ১৯১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করেছে সেনাবাহিনী। রবিবার (৭ জুলাই) রাতে কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে এ পরিমাণ সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করা হয়। পরে দিলীপ কুমার পাল (৩৯) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালতে এ দন্ড কার্যকর করা হয়েছে। পরে জব্দকৃত ১৯১০ প্যাকেট সিগারেট পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন,পায়রা আর্মি ক্যাম্পে এর কমান্ডার ক্যাপ্টেন শুভ।
ইয়াসীন সাদেক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ দন্ড কার্যকর করা হয়। বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে এই নকল ব্যান্ডরোল সংবলিত সিগারেট বাজারজাত করে আসছিল।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply