শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ সাগরকন্যা কুয়াকাটার ঢেউয়ের সুরে আজ যেন মিশে গিয়েছিল বাংলা সংগীতের এক উজ্জ্বল নক্ষত্রের কণ্ঠস্বর। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নূরউদ্দিন আহমেদের প্রথমবার কুয়াকাটা আগমন উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী সংবর্ধনা ও আজীবন সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (১৯ জুলাই) কুয়াকাটা গেস্ট হাউস অডিটোরিয়ামে আয়োজিত এই অনাড়ম্বর আয়োজনে শিল্পী ফেরদৌস আরা-কে কুয়াকাটা গেস্ট হাউসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. সাঈদ হাসান, লায়ন সালাম মাহমুদ, সহ-সভাপতি, বাচসাস, মো. মঞ্জুর হোসেন ঈসা, চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার সমিতি, সাংবাদিক হাফিজ রহমান, মো. জসিম উদ্দিন ভূইয়া, সংগঠনের প্রতিনিধি, মো. খলিলুর রহমান, প্রধান শিক্ষক, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়।
বক্তব্যে নেতৃবৃন্দ ফেরদৌস আরার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁকে ‘কুয়াকাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ করার প্রস্তাবনা তুলে ধরেন।
এছাড়াও, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো, বিশেষত একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবি জোরালোভাবে তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে স্থানীয় সংগীতপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ফেরদৌস আরা তার চিরচেনা কণ্ঠে শ্রোতাদের জন্য পরিবেশন করেন কয়েকটি জনপ্রিয় গান, যা গোটা পরিবেশে এনে দেয় এক আবেগঘন মুহূর্ত।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply