বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘ওপেন হাউজ ডে’। বুধবার বিকেলে থানা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মো.আনোয়ার জাহিদ। কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইয়াসীন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল সমির সরকার, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু তালুকদার, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেস ক্লাব সাবেক সভাপতি মো.হুমায়ুন কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি ও কমিউনিটি পুলিশিং সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া থানার ওসি তদন্ত মোঃ ইলিয়াস তালুকদার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply