বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৪ আগস্ট ২০২৫ইং তারিখ “বরিশাল টাইমস অনলাইন পোর্টালে কলাপাড়ায় ৩৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে” সংবাদটি আমাকে জড়িয়ে প্রকাশ করা হয়েছে।
প্রকৃতপক্ষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা শাখা তথা লালুয়া ইউনিয়ন যুবদল সভাপতি হিসেবে দীর্ঘ বছর যাবৎ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। আমার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি তে বিশ্বাসী। আমার বাবা মো: ওবায়দুল ইসলাম ওরফে শান্তি সাউগার লালুয়া ইউনিয়ন বিএনপির সদস্য। আমার মেজ ভাই মো: জাহিদুল ইসলাম লালুয়া ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক। ছোট ভাই মো: উজ্জল সাউগার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কলাপাড়া উপজেলা ছাত্রদল, বর্তমানে সেচ্ছাসেবক দলের সক্রিয় সদস্য। বিএনপি পরিবারের সুনাম সুখ্যাত ক্ষুন্ন করার জন্য ফ্যাসিস্ট সরকারের একটি কু-চক্রিমহল ও আমাদের প্রতিপক্ষচক্র বরিশাল টাইমস পোর্টালের প্রতিনিধিকে মিথ্যা-বানোয়াট, মনগড়া তথ্য দিয়ে আমাদের কোনকিছু জানতে বা বুঝতে না দিয়া আমার কোন বক্তব্য না নিয়ে কাল্পনিকভাবে জমাজমি ও টাকা আত্মসাতের মিথ্যা কল্পকাহিনী সাজাইয়া এলাকায় আমাদের পরিবারের মান সম্মান ক্ষুন্ন করার জন্য একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদক তার প্রকাশিত সংবাদে পটুয়াখালী বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও এল.এ শাখায় অভিযোগের নাম করিয়া কোন জমাজমির দাগ খাতিয়ান জমির পরিমান মালিক যাচাই বাছাই না করিয়া এই প্রতিবেদনটি সাথে আমার ছবি প্রকাশ করিয়াছেন। উল্লেখ্য আমি উক্ত বিষয়ে কোন কিছুর সাথে আমার কোন ধরনের সম্পৃক্ততা নাই। প্রকাশিত নিউজের পরিপ্রেক্ষিতে এলাকায় আমার ও আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
–মো: ইব্রাহীম সাউগার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply