বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার কুয়াকাটায় উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়েছে।
ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ৩০ আগষ্ট শনিবার সকাল ১০ টায় ৩৫ জন বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিদের নিয়ে কুয়াকাটায় হোটেল প্রিন্স এর সম্মেলন কক্ষে এ কলাপাড়া উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়। সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কে আলোচনা করেন সিঁড়ির নির্বাহী পরিচালক চান চান, তিনি বলেন উত্তরণ ও সিঁড়ি উপকূলীয় অঞ্চলে পিছয়ে পড়া ভূমিহীন মৎস্যজীবীদের উন্নয়নে কাজ করছে। আমরা নারেীদের উন্নয়নে কাজ করছি। ভূমি কমিটির প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন , ফিশনেট প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, ভূমি কমিটি ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি পাওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করা ও দাবী আদায়ের ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। উত্তরণ প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিহীন মানুষের অধীকার আদায়ের জন্য কাজ করছে। উত্তরণ শ্রেনী বৈষম্যহীন সমাজ গড়ায় বিশ্বাসী। ভূমিহীনদের খাস জমির অধিকার আন্দোলনের জলন্ত উদাহরণ ১৯৯৭ সালের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার আন্দোলন। অদ্য সভায় ৩৫ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ এবং আলাপ আলোচনা ও প্রস্তাবনার মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন হয়।
কমিটি হলো- সভাপতি মোঃ সাবের হোসেন, সাবেক কাউন্সিলর, সহ-সভাপতি- মোঃ সাইফুল ইসলাম রাজু, আঃ ছালাম সরদার,আমেনা বেগম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ- মোঃ হারুন-অর-রশিদ,লিটন মিত্র, সাংগঠনিক সম্পাদক-মোঃ ইলিয়াস হাসান। সহ- সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম সুমন। আইনরেবেকো সুলতানা। আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আল- আমিন ভূঞা। নারী ও শিশু বিষয়ক খালেদা বেগম, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ উদ্দিণ দিপু, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ারুল হক,, অফিস ও ডকুমেন্টশন বিষয়ক সম্পাদক- আবু এমরান। কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম আজাদ, মেজবাহ উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, মিনারা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আবু এমরান, এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, কলাপাড়া, উত্তরণ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply