বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধণে কলাপাড়ায় যৌথভাবে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন,প্রিয়জন কল্যাণ পরিষদ ও সিপিপি নীলগঞ্জ। এ উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলাপাড়া ব্রিজ টোল সংলগ্ন সেলফি জোন কৃষ্ণচূড়া তলায় এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ হামিদ মিয়া। অনুষ্ঠানে অতীত হিসেবে বক্তব্য রাখেন,ডেনমার্ক বাঙালি এসোসিয়েশনের সভাপতি মো.আলম মাতুব্বর,সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো.শামীম ব্যাপারী, আয়োজক সংগঠনের পক্ষে প্রিয়জন কল্যান পরিষদ সভাপতি প্রভাষক ইভান মাতবর,পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন)।
বক্তারা বলেন, কলাপাড়া ব্রীজ টোলের কৃষ্ণচূড়া গাছ গুলো সৌন্দর্য বর্ধণ করে ব্যাপক ভাবে পর্যটক আকর্ষন করে। যখন ফুল ফোটে তখন শুধু পর্যটক নয় স্থানীয়রাও এর সৌন্দর্যের প্রেমে পড়ে যায়। তখন অনেকেই কৃষ্ণচূড়ার সাথে সেলফি তোলেন। এর সাথে এখন বাড়তি আকর্ষণ যুক্ত হবে জারুল,সোনালু ও অন্যান্য ফুল গাছ। তাই এই বৃক্ষরোপণ কর্মসূচিকে তারাস্বাগত জানান। তারা আরো বলেন,এই কলাপাড়া ব্রিজ টোলের মত এই মহাসড়কের পাশে যদি আরো কোন জায়গা নির্বাচন করে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ফুল গাছ লাগানো যায় তাতে কলাপাড়া উপজেলা পর্যটকদের কাছে আকর্ষণীয় ও আলোচিত হয়ে উঠবে।
এসময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা,সহ -সভাপতি মো.ওমর ফারুক,সমবায় অফিসার মো.আব্বাস আলী,মো.সেলিম মাতব্বর, শামীম মাতব্বর,সিপিপি ইউনিট টিম লিডার মো.আউয়াল হাওলাদার,পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও দাতা সদস্য মো.সোহাগ মাতব্বর,শামিমুর রহমান সুমন,প্রিয়জন কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ খলিফা, কোষাধ্যক্ষ মো.বেল্লাল হাং,পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট্রি মো.রেজাউল করিম,কোষাধ্যক্ষ মো.মুসা আকন,প্রচার সম্পাদক মোতালেব সরদার, সিপিপি সদস্য রিমন মাতুব্বর, সজিব মাতব্বর, সহ পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন, প্রিয়জন কল্যাণ পরিষদ ও সিপিপির অন্যান্য সদস্যরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply