রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ব্যাচ ভিত্তিক সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত আটটায় পৌর শহরের নতুন বাজার এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সদস্য ও তাদের প্রজন্মের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক প্রধান সমন্বয়কারী মিঠুন পাল ও শামসুল আরেফিন শাকিল। সভাপতিত্ব করেন গৌরবোজ্জ্বল ৯৯ এর প্রধান সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধা।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাসের, মো. শামীম গাজী, মো. জাহিদুল ইসলাম, সমন্বয়কারী সার্বিক আশীষ কুমার গোমস্তা, সমন্বয়কারী অর্থ অ্যাড. কামরুজ্জামান সোহেল, সমন্বয়কারী অফিস ব্যবস্থাপনা মো. বেলায়েত হোসেন, সমন্বয়কারী প্রোগ্রাম মো. মনিরুল ইসলাম ও সমন্বয়কারী প্রচার সুজন দাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আলী আহম্মেদ এবং গীতা পাঠ করেন আশীষ কুমার গোমস্তা।
গৌরবোজ্জ্বল ৯৯ এর প্রধান সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধা বলেন, “সময় পরিক্রমায় আজ আমরা একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি এবং দ্বাদশ বর্ষে পদার্পণ করেছি। এই বিশেষ মুহূর্তে কার্যালয়ের উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। গৌরবোজ্জ্বল ৯৯ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে কলাপাড়ার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply