বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ
করোনা ভাইরাস আতংকে কলাপাড়া লকডাউন ঘোষনা হলেও এখনও বন্ধ হয়নি কুয়াকাটায় এনজিও আশা’র কিস্তি আদায় কার্যক্রম। মঙ্গলবার সকালে এনজিও আশা’র কর্মকর্তারা কুয়াকাটা পৌরসভার ইসলামপুর মহল্লার বিভিন্ন বাড়িতে ঘুরে কিস্তির টাকা তোলেন। এঘটনায় স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ পটুয়াখালীর জেলা প্রশাসক এনজিওর কিস্তি বন্ধ ঘোষনা করছেন। আশা সহ কয়েকটি এনজিও এ নির্দেশনা না মেনে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে টাকা তুলছেন। কিস্তির টাকা পরিশোধে অনেকে অনিহা প্রকাশ করলে এনজিও কর্মীরা তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন। নতুন করে লোন নিতে ঝামেলা হবে বলে এবিষয়ে নাম প্রকাশ করতে অনিহা প্রকাশ করেছেন অনেকে।
আশা’র মাঠ কর্মী জাহিদ হোসেন বলেন, আমাদের উপরের নির্দেশে মাঠে এসে কিস্তি নিচ্ছি। যখন তারা নিষেধ করবে তখন আমরা আসবোনা।
আশা’র কুয়াকাটা শাখার ম্যানেজার জহির উদ্দিন বলেন, লোন নিচ্ছে কিস্তি দেবে এটাই তো নিয়ম। তবে সরকারী ভাবে এখন পর্যন্ত কিস্তি না নেয়ার ব্যাপারে কোন নির্দেশনা আমরা পাইনি।
কলাপাড়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, পরর্বতী নির্দেশ না আসা পর্যন্ত সরকারী ভাবে এনজিওর কিস্তি তোলা সম্পূর্ন নিষেধ আছে। এ রকম অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply