বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নবাসীর ভালোবাসায় সিক্ত হতে চান উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটির সদস্য নির্যাতীত, ত্যাগী, কর্মীবান্ধব আবুল কালাম আজাদ। আগামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গনমাধ্যম কর্মীদের কাছে ইচ্ছা পোষন করেন। উপজেলার চম্পাপুর ইউনিয়নবাসীর সুখে, দুঃখে আমৃত্যু পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি ওই ইউনিয়নের দেবপুর গ্রামের মো. আপ্তের আলী হাওলাদারের চতুর্থ সন্তান। ছোট থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে উজ্জিবিত হয়ে ১৯৯৬ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। একই এলাকার আ.কাদের মোল্লার কন্যা মোসা.মালেকা বেগমের সন্তান আবুল কালাম আজাদ মোল্লা বাড়ির নাতী। আবুল কালাম আজাদ বলেন, ১২ নং চম্পাপুর ইউনিয়নকে আপনাদের দোয়া ও সমর্থন পেলে সুন্দর ভাবে সাজাতে চাই। ওই ইউনিয়ন বর্তমানে সড়ক যোগাযোগের ব্যার্থতা চরম। দীর্ঘদিন ধরে চম্পাপুরে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। শালিস বানিজ্য, ভূমি দস্যুতা, চাঁদাবাজী, মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন বির্নিমানে সকলের সহযোগিতা চাই।
আমার রাজনৈতিক জীবনে বহু হামলা মামলার স্বীকার হয়েছি তবুও আমার জন্মভুমি এবং সাধারণ জনগণের সাথে মিশে আছি। ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার গঠনের পর ধানখালী কলেজ বাজারে গণ হামলার শিকার হন। ২০২২ সালের ১২ ডিসেম্বর কলাপাড়া পৌরশহরের নিজ বাস ভবনে আওয়ামী সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর চালায়। আওয়ামী দুঃশাসনের আমলে সকল রক্ত চক্ষুর ভয় উপেক্ষা করে রাজপথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। চম্পাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাটুয়া গ্রামের হারিচ মাতুব্বর ও খবির গাজী, ২ নং মাছুয়াখালী গ্রামের আনছার আকন, টুটু আকন, ৩ নং ওয়ার্ডের ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আজিম মোল্লা, ৯ নং দেবপুর গ্রামের মোসা: কামনা বেগমসহ একাধিক নারী পুরুষ চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ কে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নিবৃাচনে ১১৩ পটুয়াখালী ৪ নির্বাচনী এলাকায় ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জননেতা এবি এম মোশাররফ হোসেনের বিজয় নিশ্চিত করতে সকলের ঐক্যবদ্ধতা চাই, সাংগঠনিক সকল রেশারেশি মানঅভিমান ভুলে শুধুমাত্র ধানের শীষের বিজয় নির্যাতিত ত্যাগী জিয়া প্রেমীদের ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানাচ্ছি। দোয়া, সমর্থন ও ভালোবাসায় সিক্ত হতে চাওয়া চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ চম্পাপুরের সন্মানিত নাগরিকদের আস্থা রেখে পাশে থাকার অনুরোধ করেছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply