বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ মরণব্যাধী জলাতঙ্ক রোগ প্রতিরোধে কলাপাড়ায় মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল লাভার্সের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাউছার হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও প্রাণীপ্রেমীরা।
কর্মসূচীর মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন স্থানে মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কাউছার হামিদ বলেন, “জলাতঙ্ক একটি ভয়াবহ রোগ। সচেতনতা ও টিকা প্রদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। পৌরসভার এই উদ্যোগ প্রশংসনীয়।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply