বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ মরণব্যাধী জলাতঙ্ক রোগ প্রতিরোধে মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদানের কর্মসূচী উদ্বোধন করা হয়েছে কুয়াকাটায়।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
কুয়াকাটা পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল লাভার্স-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ প্রাণীপ্রেমীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন স্থানে মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে ধাপে ধাপে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, “জলাতঙ্ক একটি মরণব্যাধী রোগ। এ রোগ প্রতিরোধে মালিকানাবিহীন প্রাণীদের টিকাদান কার্যক্রম অত্যন্ত জরুরি। পৌরবাসীর নিরাপত্তা ও জনস্বাস্থ্যের স্বার্থে এ উদ্যোগ অব্যাহত থাকবে।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply