বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ইমন আল আহসানঃ কলাপাড়ায় এক কলেজ শিক্ষার্থীর গুরুতর অসুস্থতার সংবাদ পেয়ে পাশে দাঁড়িয়েছে কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সী। অসুস্থ কলেজ ছাত্র মো. জিহাদ ( ১৮) ও তাঁর পরিবারের সাথে দেখা করেন এবং আর্থিক সহায়তা ও সার্বিক খবরাখবর নেন।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় ঐ শিক্ষার্থীর বাসায় যান এবং উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিকদার মো. সালাউদ্দিন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক, আতিকুল ইসলাম দিপু,পৌর ছাত্রদলের সদস্য সচিব, সিকদার মোহাম্মদ জুয়েল ইকবাল, উপজেলা ছাত্রদল নেতা আল ইমরান আকন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের ডিগ্রি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, সাব্বির, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গাজী আনান ও একাদশ শাখা ছাত্রদলের সভাপতি, শুভ প্রমুখ।
অসুস্থ মো. জিহাদ হোসেন বলেন, কিছু দিন পূর্বে হঠাৎ মাথাব্যথা হয় ব্যথার এক পর্যায়ে ডান হাত ও ডান পা অপশ হয়ে যায় ।তাৎক্ষণিক কলাপাড়া হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছি। চিকিৎসা নেয়ার পরও এখনো শারীরিক অবস্থা উন্নত হয়নি। অসুস্থ জিহাদ কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
কলেজ শিক্ষার্থীর জিহাদ’র বাবা মো. জলিল খান বলেন, ছেলের অসুস্থতায় আমরা পরিবারের কেউ ভালো নেই, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাব। আমাদের পরিবারের পাশে বিএনপি নেতার এমন উদ্যোগে আমার পরিবার কৃতজ্ঞ।
কলাপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্ন মুন্সি বলেন কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের কাছে এই সংবাদ পেয়েছি ছাত্রদলের নেতৃবৃন্দদের সাথে নিয়েই অসুস্থ কলেজ শিক্ষার্থী জিহাদ এর বাসায় এসেছি সার্বিক খোঁজখবর নিয়েছি উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি। উন্নত চিকিৎসা নিয়ে স্বাভাবিকভাবে ফিরে আসুক এই প্রত্যাশা করি। এবং এই পরিবারের পাশে সব সময় আছি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply