বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আ. ছালাম হাওলাদারকে আহ্বায়ক ও গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন,আলহাজ দলিল উদ্দিন দুলাল মৃধা, হাসান মাহমুদ, সার্জেন্ট মো. শাহবুদ্দিন (অব.) ও দুলাল ফকির। এছাড়া যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. মমিন মিন্টু, মিজানুর রহমান খান, বাবুল বেপারী ও আলী আহমেদ শিকদার।
আগামী ছয় মাসের জন্য গঠিত এই আহ্বায়ক কমিটিতে ৩২ জন কার্যকরীসহ মোট ৪২ সদস্য রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ কমিটির অনুমোদন দেন গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব শাহ আলম সিকদার।
এছাড়া কলাপাড়া পৌরশাখার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে, যেখানে মো. বনি আমিন আহ্বায়ক ও রবিউল আউয়াল অন্তর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু বলেন, “২০১৮ সাল থেকে ভিপি নুরুল হক নুর অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে অদম্য সংগ্রামী হিসেবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তিনি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক। তাঁর নেতৃত্ব ও আপোষহীন ভূমিকা আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমি আজ ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply