বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই কলাপাড়ার পাখিমারা কৃষিবাজারে এক অনন্য দৃশ্য। কৃষকদের মুখে হাসি, হাতে শাপলা ফুল-সব আয়োজন যেন এক মানবিক অভ্যর্থনা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এদিন রবিবার (২ নভেম্বর) ভোরে বাজারে উপস্থিত হলে স্থানীয় কৃষকরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ কৃষকদের সঙ্গে আলাপ করেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি কৃষকদের উদ্দেশে বলেন,
“আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য। আপনাদের জীবনের কষ্ট আমরা বুঝি-এবং এনসিপি কৃষকের অধিকার রক্ষায় সর্বদা পাশে থাকবে।”
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী (বরিশাল জেলা) আবু সাঈদ মুসা, এবং কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক।
এছাড়া জেলা সমন্বয় কমিটির সদস্য লায়ন সাইফুল্লাহ মামুন, মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম, মোহাম্মদ আল ইমরান, মাহফুজুর রহমান মিরাজ,পাখিমারা বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান আইউবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষকরা জানান, এমনভাবে কোনো রাজনৈতিক নেতাকে ভোরবেলা তাদের মাঝে দেখা তাদের কাছে আনন্দের বিষয়। অনেকে হাসনাতের সঙ্গে সেলফি তোলেন, কেউবা হাতে তুলে দেন শাপলা ফুল-ভালোবাসা আর শ্রদ্ধার প্রতীক হিসেবে।
সংক্ষিপ্ত সময়ের এই সফরে হাসনাত আব্দুল্লাহ কৃষকদের উদ্দেশে বলেন,“এই মাটি ও মানুষের উন্নয়নই আমাদের রাজনীতির ভিত্তি। কৃষকের ঘামেই দেশের অর্থনীতি বেঁচে আছে-তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।”
এরপর তিনি ভোলার উদ্দেশ্যে কলাপাড়া ত্যাগ করেন। এর আগে শনিবার রাতে তিনি কুয়াকাটায় অবস্থান করেন এবং পটুয়াখালীর সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply