বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কারিতাস সাইক্লোন সেল্টারে অনুষ্ঠিত হয়েছে “যুবক-যুবতী নেতৃত্বধীন প্রাথমিক দুর্যোগ সতর্কতা অভিযান” শীর্ষক দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি। বুধবার ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশের আয়োজনে এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দুর্যোগ পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন করণীয় এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহবান বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি’র টিম লিডার সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অবনি কুমার রায়, নাচনাপাড়া বসন্তী মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসরাত জাহান নাসিমা, THRIVE প্রকল্পের মনিটরিং অফিসার বিধান চন্দ্র বিশ্বাস এবং ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্মসূচিতে দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সচেতনতামূলক উপস্থাপনা, নিরাপদ আশ্রয় গ্রহণ পদ্ধতি, উদ্ধারপ্রক্রিয়া প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় তথ্যভিত্তিক প্রস্তুতি, স্কুল পর্যায়ে প্রশিক্ষণ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যৎ দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের বক্তব্য, দুর্যোগবিষয়ক কবিতা আবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। দিনব্যাপী আয়োজনটিতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, যুবসমাজ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই ভবিষ্যতে নিজ নিজ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনায় আরও উদ্যোগী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply