বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় অজ্ঞাতনামা পরিবহনের চাপায় এক মাদ্রাসার হাফেজের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুয়াকাটা–পটুয়াখালী মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর অটো রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (১৮)। তিনি নীলগঞ্জ ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের মোঃ জাকির হোসেন খানের ছেলে। সাইফুল ইসলাম নাওভাঙ্গা দাখিল মাদ্রাসার হাফেজ এবং দাখিল পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম পাখিমারা এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় কুয়াকাটা থেকে বরিশালগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কলাপাড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে। কলাপাড়া থানা পুলিশ জানায়, ঘাতক বাসটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply