বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কলাপাড়া উপজেলা আমীর মুহাম্মদ আব্দুল কাইউম মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে তিনি কলাপাড়া উপজেলা রিটার্নিং অফিসার কাউছার হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা নায়েবে আমীর আব্দুল খালেক ফারুকী, সহকারী সেক্রেটারি মাওলানা মসজিদুল আলম, রাঙ্গাবালী উপজেলা আমির মাওলানা কবির হোসেন, কুয়াকাটা পৌরসভার সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান, এডভোকেট মহিউদ্দিনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর অঙ্গীকারের কথা তুলে ধরেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply