শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
শোক সভায় বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি) এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম।
সভায় সভাপতিত্ব করেন আমজাদ হোসেন হাওলাদার।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইটবাড়িয়া বাইতুল ছালাম জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু সালেহ। দোয়া মোনাজাতে মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply