শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে উপজেলার ধানখালী ইউনিয়নে এক সামাজিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা (ইমাম), সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সামাজিক ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং রুফটপ সোলার বাস্তবায়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
নাগরিক সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম–পটুয়াখালী, প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি), প্রান্তজন ও ক্লিন যৌথভাবে এই পরামর্শ সভার আয়োজন করে।
সভায় উপস্থিত ছিলেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম, সমাজসেবক মোঃ মাসুম বিল্লাহ যুবক, ধানখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য মোসাঃ খাদিজা বেগম, মোঃ ওয়ালিউর রহমান, মোঃ মালেক ফকির, মোসাঃ হালিমা আয়শা, মরিয়ম জাহান মৌরি, মেহেদী হাসানসহ অন্যান্যরা।
পরামর্শ সভার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় অংশীজনদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে রুফটপ সোলার ব্যবহারের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও সুফল তুলে ধরা এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সম্পর্কে সবাইকে অবহিত করা। সভায় জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা রুফটপ সোলার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরেন। স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন এবং কমিউনিটির মানুষকে রুফটপ সোলার ব্যবহারে উৎসাহিত করার অঙ্গীকার করেন।
প্রান্তজন ট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ বলেন,“বসতবাড়িতে রুফটপ সোলার স্থাপন জনপ্রিয় করা সম্ভব হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সারাদেশে সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের একটি বড় বাজার গড়ে উঠবে, যা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং জ্বালানি আমদানির ওপর চাপ কমাবে।”
তিনি আরও বলেন, “সারাদেশে এক লক্ষ সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।”
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম–পটুয়াখালীর সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম বলেন,“ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ শুধু বিদ্যুতের চাহিদা পূরণই করবে না, বরং নেট মিটারিং সুবিধার মাধ্যমে গ্রাহকরা বাড়তি বিদ্যুৎ বিক্রি করে আয়ও করতে পারবেন।”
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কমিউনিটির মতামত ও পরামর্শ ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের সক্রিয় ভূমিকা ও সমন্বয় এই উদ্যোগের সফলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
রুফটপ সোলারের মাধ্যমে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে নিতে এ ধরনের কমিউনিটি ভিত্তিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply