শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ জমে উঠেছে পোষ্টার ছাড়া ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন। হাট বাজার,গ্রাম-গঞ্জ,সড়ক-মহাসড়ক কোথাও পোষ্টারে দেখা যাচ্ছে না। পোষ্টার ছাড়া নির্বাচন এ যেন ভিন্ন নগরী ও গ্রামীর জনপথ। এতেও সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
জানাগেছে, বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ অলী উল্লাহ, ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন ও জাতীয় পার্টি- জেপি প্রার্থী জামাল হোসাইন প্রতিদ্বন্ধিতা করছেন। বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ছাড়া অপর দুই প্রার্থীর নেই সভা সমাবেশ ও প্রচারনা। বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থী জোরে শোরেই সভা সমাবেশ ও প্রচার চালিয়ে যাচ্ছেন। এই দুই প্রার্থীর মধ্যে কর্মী ও সমর্থকদের মধ্যে রয়েছে উৎসবের আমেজ। দুই প্রার্থীর কিছু ব্যানার উপজেলা শহর, হাট-বাজার, গ্রাম-গঞ্জ ও গ্রামীণ জনপথের সড়ক জুড়ে আছে। কিন্তু পোষ্টারের না থাকায় আমতলী-তালতলী যেন ভিন্ন রুপে দেখা যাচ্ছে।
শুক্রবার বিকেলে আমতলী উপজেলা শহর, শাখারিয়া, মহিষকাটা, চুনাখালী, সাহেববাড়ী স্ট্যান্ড, ঘটখালী, মানিকঝুড়ি, ছুরিকাটা, গাজীপুর ও ইসলামপুরসহ আমতলী-তালতলীর বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, দুই একটি ব্যানার ছাড়া কোথাও পোষ্টার নেই। বিএনপি প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর ব্যানার কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে। অন্য দুই প্রার্থীদের কোন ব্যানার চোখে পড়ছে না।
ভোটার নজরুল ইসলাম, জিয়া উদ্দিন জুয়েল ও শিবলী শরীফ বলেন, পোষ্টার ছাড়া নির্বাচন বেশ ভালোই লাগছে। এখন নেতার পোষ্টার ভোটারদের হৃদয়ে। তারা আরো বলেন, বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন প্রার্থী অলী উল্লাহর ব্যানার সড়কের মোড়ে মোড়ে দেখা যাচ্ছে।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়া উদ্দিন বলেন, কোন প্রার্থী পোষ্টার ছাপাতে পারনে না। শুধু ব্যানার টানাতে ও হ্যান্ড বিল ছাপাতে পারবেন।
আমতলী সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম বলেন, পোষ্টার ছাপানো ও লাগানোর কোন সুযোগ নেই। কেউ পোষ্টার লাগালে দ্রুত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে পোষ্টার লাগানোর ঘটনায় একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply