মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
রাসেল মোল্লাঃ
কলাপাড়া উপজেলার বালীয়াতলী ইউনিয়নের বৌদ্যপাড়া গ্রামের রফিক হাওলাদারের মেয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত উর্মি (১৬) ইন্তেকাল করেছেন ( ইন্না…….রাজিউন)।
উর্মির পরিরারের সূত্রে জানা যায়, ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসা চলছিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্রীর উর্মির গত কাল সোমবার ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালের চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উর্মিকে বাংলাদেশ নিয়ে যেতে বলেন। তার পরিবার উর্মিকে এ্যাম্বুলেন্স যোগে দেশের উদ্যেশ্যে নিয়ে আসার সময় বাংলাদেশের বেনাপোল নামক স্থানে রাত ১২টার সময় উর্মি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরণব্যাধি ব্লাড ক্যান্সারে ছোবলে পরেণ উর্মি পরিবার উর্মিকে বাচাঁতে ধনাঢ্য ব্যক্তিদের কাছে সাহায্যের বেদন করেন। ইতি পূর্বে একাধিক পত্রিকায় ও আনলাইনপোটাল আপন
নিউজ বিডি ডটকমে এ নিউজ করে সাংবাদকর্মী রাসেল মোল্লা। তার মৃত্যুতে কলাপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আপ্রাণ চেষ্টার পরেও বাচাতে পারেননি উর্মিকে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply