বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ
কলাপাড়া পৌর শহরে ভিক্ষাবৃত্তি করে দুবেলা দু’মুঠো অন্নের সংস্থান মেলানো অশীতিপর চরম অসহায়, হতদরিদ্র, বিধবা, লুছিয়া বেগমকে নগদ অর্থ সহায়তা দিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান। শুক্রবার শেষ বিকেলে তিনি হতদরিদ্র এ বৃদ্ধার হাতে সাড়ে পাঁচ হাজার টাকা তুলে দেন। এসময় তার সহধর্মিনী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা তাকে একটি কাপড় প্রদান করেন। এ মহিলার খাবারসহ সকল সহায়তা প্রদানের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন। অসহায় এ বৃদ্ধার বাড়িতে এমপি পৌছলে লুছিয়া খুশিতে কান্না ধরে রাখতে পারেননি। এমপি আরও কয়েকটি দরিদ্র পরিবারের খোঁজ-খবর নেন। নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের সহায়তা দেন।
এসময় কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামাত, সদস্য খালেক খান উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply