আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় তিন সন্তানের জননী রাবেয়া (২৮) কে মারধর করে রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করে খাটের সাথে বেঁধে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের টুঙ্গীপাড়া গ্রামে রবিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় খবর পেয়ে ভাই নুরুল ইসলাস ও চাচাতো ভাই এসিন স্থানীয় মেম্বারের সহযোগিতায় রাবেয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
আহত ওই তিন সন্তানের জননী রাবেয়া জানান, নিজের মেয়েকে থাপ্পর মারা কে কেন্দ্র করে শাশুড়ি মনোয়ারা বেগম ও দেবর মিজানুর মন্সী, রিয়াজ মন্সী আলতাব মন্সী ঘরের দরজা বন্ধ করে মারধর করা হয় বলে তার অভিযোগ।
মারধরের পর ঘরের খাটের সাথে বেঁধে রাখে রাবেয়াকে। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply