মোঃ জুলহাস মোল্লা
কলাপাড়ায় চলছে লকডাউন। তাই অলি-গলিতে এবং বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো কুকুরগুলোর প্রাণ বাঁচে খাবার হোটেল ও ডাস্টবিনের উচ্ছিষ্ট খেয়ে। তবে দেশে সাধারণ ছুটি ও করোনাভাইরাসের কারণে খাবার হোটেলসহ সব ধরনের হোটেল বন্ধ। খাবারের সন্ধানে দল বেঁধে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত কুকুরগুলো কিন্তু খাবার পাবে কোথায় এমনই শুক্রবার রাতে পৌর শহরে কয়েকটি ক্ষুধার্ত কুকুরকে আহার খুঁজতে দেখা যায়।
সব বন্ধ হওয়ার কারণে এ সব নিরীহ প্রাণীর যে সীমাহীন কষ্ট শুরু হয়েছে, ক্ষুধার জ্বালায় ক্লান্ত হয়ে পরেছে। খেটে খাওয়া মানুষের পাশাপাশি এই সকল প্রাণীর প্রতিও আমাদের সদয় হওয়া উচিত। অন্তত যার পক্ষে যা দিয়ে সম্ভব হয়। হোক তা বাসা থেকে খাবার রান্না করে দেয়া কিংবা ঘরের প্রতিদিনের উচ্ছিষ্টগুলো জমিয়ে রেখে দিন শেষে এদেরকে দেওয়া। অন্তত এই দুর্দিনে এ প্রাণীগুলো যেন বেঁচে থাকতে পারে। শুধু আমাদের টিকে থাকার কথা ভাবলেই হবে না, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীকে আমাদের টিকিয়ে রাখতে হবে।
Leave a Reply