
আমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেনের পরিবারের সদস্যসহ সার্বক্ষনিক তার কাছে থাকা ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলোজিষ্ট রিয়াজ হোসেন ও ইপিআই টেকনোলোজিষ্ট আবুল বাশার এ নমুনা সংগ্রহ করেন।
জানাগেছে, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন গত বৃহস্পতিবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেন। ওইদিন উপজেলা প্রশাসন তার বাড়ী লকডাউন করে দেন। শুক্রবার দুপুরে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এমন প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে আসে। শনিবার বেলা ১১টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলোজিষ্ট রিয়াজ হোসেন ও ইপিআই টেকনোলোজিষ্ট আবুল বাশার ওই পরিবারের সকল সদস্যসহ তার সার্বক্ষনিক সংস্পর্শে থাকা ২৫ জনের নমুনা সংগ্রহ করেছেন। ওই নমুনা ঢাকা রোগতত্ত¡ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়ে দেয়া হয়।
প্রায়াত জিএম দেলওয়ার হোসেনের ছোট ছেলে পৌর কাউন্সিলর জিএম মুছা বলেন, পরিবারের সকল সদস্যসহ সার্বক্ষনিক বাবার কাছে থাকা ২৫ জনের নমুনা সংগ্রহ করে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
হোমকোয়ারেন্টাইনে থাকা আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
Leave a Reply