রাঙ্গাবালীতে দুস্থ মানুষের জন্য ’হ্যালো চেয়ারম্যান’ হটলাইন চালু | আপন নিউজ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কাউনিয়ায় প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনী মেলা কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন তালতলীর ইউপি চেয়ারম্যানের নগ্ন ও আপত্তিকর ভিডিও ক্লিপ ভাইরাল দীর্ঘদিন বিরতি ও তিব্র গরমের পরে কলাপাড়ায় তিন মিনিটের বৃষ্টি তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল; কমিটি বিলুপ্ত কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে ১৩৬ পরিবারের রাতের ঘুম হারাম; শুধু এক খন্ড খাস জমির দাবি আমতলীতে মুজিবনগর দিবস উদযাপন আমার জন্য ষ্টেইজ ও ফুলের দরকার নেই; আমি গণমানুষের নেতা-গণ সংবর্ধনায় সাংসদ টুকু কলাপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে অধ্যাপক ইউসুফ আলী তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল
রাঙ্গাবালীতে দুস্থ মানুষের জন্য ’হ্যালো চেয়ারম্যান’ হটলাইন চালু

রাঙ্গাবালীতে দুস্থ মানুষের জন্য ’হ্যালো চেয়ারম্যান’ হটলাইন চালু

পটুয়াখালী:

ষাটোর্ধ দুস্থ, অসহায় নারী মহরজান বিবি। স্বামী,
সন্তান বা কোন স্বজন কেউ নেই তার। অন্যের বাড়ি ঝি’র কাজ করে চলে তার জীবীকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের ঘরের দরজা বন্ধ। তাই কারো কাছে হাত পাততেও পারছেননা সে। এ কারণে কয়েক দিনধরে অনহারে-অর্ধহারে কাটছিল তার জীবন। এরই মধ্যে মাইকিংয়ে শুনতে পান একটি খবর। ‘হ্যালো চেয়ারম্যান’ নম্বরে কল দিলে ঘরের দরজায় পৌঁছে যায় খাবার। এতে অনেকটা উৎসুক হয়েই পাশের বাড়ির একজনের মোবাইল ফোন দিয়ে সেই নম্বরে কল দেন। এরপর বৃহস্পতিবার সকালে তার বাড়িন সামনে খাবার নিয়ে হাজির হয়ে যায় ‘হ্যালো চেয়ারম্যান’ হটলাইনের সেচ্ছাসেবী টিম।

মহরজান বিবি’র বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নের জুগির হাওলা গ্রামে। হঠাৎ করে বাড়ির সামনে খাবার দেখে অবাক হয়ে জান মহরজান বিবি। খুশিতে কান্নায় ভেঙে পড়ে সে।

মহরজান বিবি বলেন, ‘দুনিয়াতে আমার কেউ নাই। ম্যাইনসের বাড়ি কাম কইরা খাই। কয়দিন ধইরা কাম বন্ধ। টাহা পয়সা যা আছিল, তা দিয়া বাজার খাওয়া অইয়া গ্যাছে। দুইদিন উপাস আছি। পরে মাইকে শুনি যে, মোবাইলে কল দিলে চেয়ারম্যান খাওন দিবে। হেইল্লাগা আমি কল দিছি।’

উল্লেখ্য, করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে খাবার পৌঁছে দেয়ার লক্ষে গত ৯ এপ্রিল একটি হেল্পলাইন নম্বর চালু করে রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদ। সেই সাথে ‘হ্যালো চেয়ারম্যান’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনও করা হয়। হটলাইনে কল দিলে সেচ্ছাসেবীরা অভ্যূক্ত’র বাড়ীতে খাবার পৌঁছে দেয়। হেল্পলাইন নম্বরটি হলো ০১৩১১-৬৫৬৪৩৬ এবং
০১৯৩৮-৬৪৬৭০৬ ,,,

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!