বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
পটুয়াখালী:
ষাটোর্ধ দুস্থ, অসহায় নারী মহরজান বিবি। স্বামী,
সন্তান বা কোন স্বজন কেউ নেই তার। অন্যের বাড়ি ঝি’র কাজ করে চলে তার জীবীকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের ঘরের দরজা বন্ধ। তাই কারো কাছে হাত পাততেও পারছেননা সে। এ কারণে কয়েক দিনধরে অনহারে-অর্ধহারে কাটছিল তার জীবন। এরই মধ্যে মাইকিংয়ে শুনতে পান একটি খবর। ‘হ্যালো চেয়ারম্যান’ নম্বরে কল দিলে ঘরের দরজায় পৌঁছে যায় খাবার। এতে অনেকটা উৎসুক হয়েই পাশের বাড়ির একজনের মোবাইল ফোন দিয়ে সেই নম্বরে কল দেন। এরপর বৃহস্পতিবার সকালে তার বাড়িন সামনে খাবার নিয়ে হাজির হয়ে যায় ‘হ্যালো চেয়ারম্যান’ হটলাইনের সেচ্ছাসেবী টিম।
মহরজান বিবি’র বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নের জুগির হাওলা গ্রামে। হঠাৎ করে বাড়ির সামনে খাবার দেখে অবাক হয়ে জান মহরজান বিবি। খুশিতে কান্নায় ভেঙে পড়ে সে।
মহরজান বিবি বলেন, ‘দুনিয়াতে আমার কেউ নাই। ম্যাইনসের বাড়ি কাম কইরা খাই। কয়দিন ধইরা কাম বন্ধ। টাহা পয়সা যা আছিল, তা দিয়া বাজার খাওয়া অইয়া গ্যাছে। দুইদিন উপাস আছি। পরে মাইকে শুনি যে, মোবাইলে কল দিলে চেয়ারম্যান খাওন দিবে। হেইল্লাগা আমি কল দিছি।’
উল্লেখ্য, করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে খাবার পৌঁছে দেয়ার লক্ষে গত ৯ এপ্রিল একটি হেল্পলাইন নম্বর চালু করে রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদ। সেই সাথে ‘হ্যালো চেয়ারম্যান’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনও করা হয়। হটলাইনে কল দিলে সেচ্ছাসেবীরা অভ্যূক্ত’র বাড়ীতে খাবার পৌঁছে দেয়। হেল্পলাইন নম্বরটি হলো ০১৩১১-৬৫৬৪৩৬ এবং
০১৯৩৮-৬৪৬৭০৬ ,,,
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply