রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ
কলাপাড়া উপজেলায় একদল হলুদ টি-সার্ট পরা “তারুণ্য নামে একটি সেচ্ছাসেবী সংগঠন”এর যুবকরা পাইকারি দরে সবজি ক্রয় করেন।
মূল্যের চেয়ে কম দামে সবজী বিক্রি করে যাচ্ছে ভ্যানে করে পায়ে হেঁটে হেঁটে এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য একদম উপহার হিসাবে দিচ্ছেন।
কলাপাড়া পৌর শহরে সকল অলিগলিতে পৌঁছে দিচ্ছে এই সেবা। দিনের পর দিন এভাবে কাজ করে যাচ্ছে কলাপাড়ায় তারুণ্য নামে সেচ্ছাসেবী মানুষ যাতে করে কষ্ট করে শাক সবজি কিনতে বাজারে যেতে না হয়, সেজন্য এই উদ্যোগটি নেয়া হয়েছে।
এবং যত দিন এই সংকটময় মুহূর্তে না শেষ হয়, ততোদিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাবে বলে তারা জানিয়েছেন।
যখন করণা মহামারীতে সবাই হাত গুটিয়ে ঘড়ের কোনে বসে আছে, সেই সময় কিছু ক্ষুদে শিক্ষার্থীরা জীবন এর ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে।
দেশের এই মহামারী দুর্যোগের সময় তারন্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।মানুষের যাহাতে ঘড় থেকে বের না হওয়া লাগে সে জন্য এই সংগঠন টি অবিরল কাজ করে যাচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply