গরম পানির ভাপেই আমতলীর একই পরিবারের তিনজন করোনা জয় | আপন নিউজ

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় বজ্রপাতে তিনটি গরু’র মৃ-ত্যু গলাচিপায় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলীতে ছাত্রলীগ নেতার ধা’রা’লো অ-স্ত্রের আ’ঘা’তে যুবদল নেতা জ’খ’ম আগেকার প্রাথমিক শিক্ষা ও বর্তমান বানারীপাড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভা বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীর উ’প’র হা’ম’লা কলাপাড়া পৌর শহরে যুবদল নেতার বাড়িতে দুর্ধ-র্ষ চু-রি কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য কে রড দিয়ে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ গলাচিপায় রাব্বির টিউশনির টাকায় চলত পরিবার; এখন কাতরাচ্ছে হাসপাতালে বানারীপাড়া হাসপাতালে কুড়িয়ে পাওয়া গেল এক নবজাতক
গরম পানির ভাপেই আমতলীর একই পরিবারের তিনজন করোনা জয়

গরম পানির ভাপেই আমতলীর একই পরিবারের তিনজন করোনা জয়

আমতলী প্রতিনিধিঃ

আদা, রসুন, এলাচ, লবঙ্গ, দারুচিনি, লেবু ও সরিষার তেল মিশ্রিত গরম পানির ভাপেই আমতলীর একই পরিবারের তিনজন করোনা জয়। একেই বলে রাখে আল্লাহ মারে কে? করোনা জয়ী পরিবারের মাঝে বইলে আনন্দের বন্যা। শনিবার ওই পরিবারের তিনজনকেই আমতলী উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়েছেন। অপর দিকে ওই পরিবারের তিন করোনা আক্রান্তের সাথে থেকেও বড় ছেলে মাশরাফি রহমান করোনা মুক্ত। এ ঘটনার বিষ্ময় প্রকাশ করেছেন আমতলী হাসপাতালের করোনা চিকিৎসক শংকর প্রসাদ অধিকারী।
জানাগেছে, ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালের আমতলী এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমান মিজান গত ৬ এপ্রিল থেকে জ্বর ও হালকা কাশি নিয়ে পৌরসভার আমতলী বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদুল ইসলাম তালুকদারের ভাড়া বাসায় অবস্থান করছিলেন। তার শরীরের অবস্থা বেগতিক দেখে পরিবারের সদস্যরা গত ১৯ এপ্রিল আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহাদাত হোসেনে ব্যাক্তিগত চেম্বারে নিয়ে আসেন। পরে তিনি তাকে করোনা ভাইরাসের পরীক্ষা করানোর পরামর্শ দেন। ২০ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করেন এবং ঢাকা রোগতত্ত¡ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠিয়ে দেয়। ২২ এপ্রিল তার নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ঘটনার পর থেকেই তিনি বাসার আইসোলেশনে আছেন। ২৩ এপ্রিল তার পরিবারের স্ত্রী, দুই শিশু পুত্রের নমনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নমুনা তারা ঢাকায় পাঠিয়ে দেয়। ২৫ এপ্রিল রাতে তাদের নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে ম্যানেজারের স্ত্রী ফারহানা রহমান ও সাত বছরের শিশুপুত্র মুশফিকুর রহমান ফারাজ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বড় ছেলে মাশরাফি রহমান করোনা নেগেটিভ। পরিবারের তিনজন করোনা আক্রান্তের খবরে ভেঙ্গে পরে তারা। শিশুপুত্র ফারাজকে বুঝতে দেয়নি করোনার হিংসাত্মক থাবার কথা। কিন্তু সাহস হারাইনি তারা। বাঁচার জন্য প্রাণপণ যুদ্ধে নামের মিজান ও তার স্ত্রী ফারহানা। খুজতে থাকেন প্রাণঘাতী করোনা ভাইরাসকে পরাস্ত করা কৌশল। কিন্তু কোন কৌশলই তাদের সুগম নয়। পরে চিকিৎসকরা ঘরোয়া টোটকা চিকিৎসার পরামর্শ দেয়। তাদের পরামর্শ অনুসারে আদা, রসুন, এলাচ, লবঙ্গ, দারুচিনি, লেবু ও সরিষার তেল মিশ্রিত গরম পানির ভাপ দেয়া শুরু করেন। শুরুতে কিছুটা সমস্যা হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এভাবে প্রতিদিন দুই থেকে তিনবার ভাপ নিতে থাকেন তারা। নিজের উদ্যোগে ডি-সেফা, আমলাবেরী, এজিমেক্স ও টামেনটারবো ঔষধ খেতেন। তবে টামেনটারেবো ও এজিমেক্স বেশী দিন খাননি বলে জানান করোনা জয়ী মোঃ মিজানুর রহমান। ঘরোয়া টোটকা চিকিৎসা চলে ১৪ দিন। ১৪ দিন শেষে আমতলী হাসপাতাল কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। দ্বিতীয় দফায় তাদের নমুনা প্রতিবেদন নেগেটিভ আসে। স্বস্থি ফিরে আসে পরিবারের মাঝে। দ্বিতীয় দফায় করোনা নেগেটিভ আসলেও তারা হাল ছাড়েনি। এভাবেই চালিয়ে যান ঘরোয়া টোটকা চিকিৎসা। শুক্রবার বিকেলে তাদের তৃতীয় দফায় নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ আছে তারা করোনা ভাইরাস নেগেটিভ। এদিকে বড় ছেলে মাশরাফি রহমান পরিবারের সাথে থেকেও করোনা তাকে আঘাত করতে পারেনি। তিনি পরিবারের লোকজনকে সার্বিক সহযোগীতা ও সাহস যুগিয়েছেন।
করোনা জয়ী ফারহানা আক্তার বলেন, মনবল শক্ত রেখে পরিস্কার পরিছন্ন থেকেই করোনাকে জয় করা সম্ভব। তিনি আরো বলেন, গরম মসলা মিশ্রিত গরম পানির ভাব নিয়ে ও গরম পানি খেয়েই আমরা পরিবারের সবাই করোনা জয় করেছি।
করোনা ভাইরাসে আক্রান্ত ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমান মিজান মুঠোফোনে বলেন, আল্লাহর ইচ্ছা ও মানুষের ভালোবাসায় করোনা জয় করেছি। ঘরোয়া টোটকা চিকিসায়ই আল্লাহ সুস্থ্য করে তুলেছেন। প্রতিদিন দুই থেকে তিনবার আদা, রসুন, এলাচ, লবঙ্গ, দারুচিনি, লেবু ও সরিষার তেল মিশ্রিত গরম পানির ভাপ নিতাম। শুরুতে সমস্যা হলেও আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। তিনি আরো বলেন, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করোনা রোগীদের পরামর্শ দিয়ে সহযোগীতা করবো।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, করোনা জয়ী একই পরিবারের তিন জনই করোনা মুক্ত। কিন্তু তাদের আরো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!