কলাপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মোটা অংকের অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন

কলাপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মোটা অংকের অভিযোগ

কলাপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মোটা অংকের অভিযোগ

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় চাকামইয়া বেতমোর মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা মুখরোচক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। করেনা পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই তড়িঘড়ি করে বিদ্যালয়টিতে গোপনে প্রধান শিক্ষক নিয়োগ চেষ্টার এমন অভিযোগ ওঠে। এ নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়টির দাতা প্রতিষ্ঠাতার সন্তান আলমগীর হোসেন তালুকদার।

তবে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক এর দাবী নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে এখন পর্যন্ত কোন ধরনের অনিয়ম করা হয়নি। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বললেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিঁনি ৪জুন বৃহস্পতিবার অভিযোগ পেয়ে অবগত হয়েছেন। ৬জুন শনিবারের নিয়োগ সংক্রান্ত ওই ইন্টারভিউ সম্পর্কে পূর্ব থেকে জ্ঞাত না হওয়ার দরুন তিঁনি উপস্থিত থাকছেন না বলে জানিয়েছেন। এবং নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহনের কথা বলেন তিঁনি।

এদিকে আলমগীর হোসেন তালুকদার এর অভিযোগ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি সুমন তালুকদার এর যোগসাজশে সহকারী প্রধান শিক্ষক মাহবুব উল্লাহকে নিয়োগ দেয়ার পাঁয়তারা চলছে। এমনকি ২৯ ফেব্রুয়ারী ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এর বিদায়কালে সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক অনুপস্থিত থাকেন। এরপর করোনা সংক্রমন এড়াতে ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরই মধ্যে গোপনে নিয়োগ প্রক্রিয়া চালায় সভাপতি
সুমন তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক মাহবুব উল্লাহ।

আলমগীর তালুকদার তার অভিযোগে আরও উল্লেখ করেন, কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তা তিনি সহ এলাকার লোকজন জানেন না। আগ্রহী কোন যোগ্য প্রার্থী এ কারণে আবেদন করতে পারেননি। মোটা অংকের বিনিময়ে গোপনে ওই শিক্ষককে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার প্রক্রিয়া চুড়ান্ত করে রাখা হয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন। তবে লোকমুখে তিনি জানতে পারেন যে ৬ জুন এই নিয়োগ পরীক্ষার তারিখ ধার্য করা হয়েছে। এনিয়ে এলাকার শিক্ষার্থী সহ
অভিভাবকরা ক্ষুব্ধ।

বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সুমন তালুকদার জানান, নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে এখন পর্যন্ত কোন ধরনের অনিয়ম করা হয়নি।

সহকারী প্রধান শিক্ষক মাহবুব উল্লাহ জানান, যথাযথ প্রক্রিয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন,’ বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিঁনি বৃহস্পতিবার অভিযোগ পেয়ে অবগত হয়েছেন। যা জেলা প্রশাসকের বরাবরে দাখিল করা হয়েছে। ৬জুন শনিবারের নিয়োগ সংক্রান্ত ওই ইন্টারভিউ সম্পর্কে পূর্ব থেকে জ্ঞাত না হওয়ার দরুন তিঁনি উপস্থিত থাকছেন না।’

শিক্ষা কর্মকর্তা আরও বলেন,’বিদ্যালয়টি প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হয়েছে? ক’জন আগ্রহী প্রার্থী উক্ত পদের জন্য আবেদন করেছেন তিঁনি এখন পর্যন্ত অবগত নন। এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য কারা তিনি জানেন না। সংগত কারনে শনিবার (৬জুন) অনুষ্ঠিতব্য ওই ইন্টারভিউ হওয়ার কোন সম্ভাবনা নেই।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD