কলাপাড়ায় মোট করোনায় আক্রান্ত-৪০; মৃত-২; পুলিশ সহ সুস্থ-১৩ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:১১ অপরাহ্ন

কলাপাড়ায় মোট করোনায় আক্রান্ত-৪০; মৃত-২; পুলিশ সহ সুস্থ-১৩

কলাপাড়ায় মোট করোনায় আক্রান্ত-৪০; মৃত-২; পুলিশ সহ সুস্থ-১৩

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় করোনা আক্রান্ত বুধবার(৮ জুলাই) ৪ পুলিশসহ পাঁচজনকে সুস্থ হওয়ার ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে মোট ১৩ জন সুস্থ হয়।
এ উপজেলা বুধবার পর্যন্ত আক্রান্ত সংখ্যা- ৪০ জন। এদের মধ্যে মৃত হয়েছে দুই জনের।
এক নজর দেখে নিন কলাপাড়ার করোনার পরিস্থিতি…
 ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ- ৬ জন।
২৪ ঘন্টায় আক্রান্ত-০ জন।
 ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্ট-০ জন।
এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ-৪৪৬ জন
 এ পর্যন্ত মোট রিপোর্ট আসছে-৩৫৩ জন।
এ পর্যন্ত মোট পজিটিভ রোগী-৪০ জন।
এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে-১৩ জন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে মৃতঃ ২ জন।
আইসোলেশনে আছে-২৫ জন।
হোম কোয়ারেন্টাইনে আছে-৭২ জন।
করোনা উপসর্গ নিয়ে মৃত হয়েছে-২ জন।
বুথ থেকে নমুনা সংগ্রহ-২০০/-
হাসপাতাল থেকে সংগ্রহ-২০০/-
বাসা থেকে নমুনা সংগ্রহ-৫০০/-
সূত্রে-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কলাপাড়া।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD