বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় গনমাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌর কৃষক লীগ সভাপতি সৌরভ সিকদার। বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সৌরভ সিকদার জানান, গত ১৩ জুন রাতে বিরোধীয় জমিতে ঘর নির্মান করছিলো প্রতিপক্ষরা। তাৎক্ষণিক এ ঘটনা কলাপাড়া থানা পুলিশকে মোবাইল ফোনে জানান তিনি। এসময় ঘর নির্মানে বাঁধা দেয়ায় তাকেসহ অসীম হাওলাদার এর উপর হামলা করে নাইমের নেতৃত্বে ২০-২৫ যুবক। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ সৌরভকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
সৌরভ জানান, এ হামলার ঘটনা থেকে বাঁচতে তার বিরুদ্ধে অপপ্রচারে নামে ওই চক্র। তাকে ভূমিদস্যু বানিয়ে দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশ করে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে ধর্মীয় প্রতিষ্ঠান ও সংখ্যালঘুদের সম্পত্তি দখলের যে
অভিযোগ প্রকাশিত ওই সংবাদে আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply