রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার শিক্ষক পরিবার নেছারাবাদ থানার ওসি কামরুজ্জামান টুকুর জীবননাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন। ওসি টুকু ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন শিক্ষক আবু ইউসুফ তালুকদার। মঙ্গলবার বিকেলে কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে আবু ইউসুফ তালুকদার বলেন, উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরীবুনিয়া গ্রামের আব্দুল হক তালুকদারের পুত্র পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান (টুকু) সোহরাব হোসেন (স্বপন) তালুকদার ও মো: লোকমান হোসেন তালুকদার সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ বিদ্যমান। পিরোজপুর জেলার নেছারাবাদ থানার ওসি মোঃ কামরুজ্জামান (টুকু) অনৈতিক প্রভাব বিস্তার করে অন্যের দ্বারা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।
আমাদের চাচাতো ভাই মো. নাসির উদ্দিন (নসু) তালুকদার ক্যান্সার রোগ আক্রান্ত হয়ে গত ৯-১১-২০১৪ ইং সনে মৃত্যুবরণ করেন যার স্থানীয় ইউপি কার্যালয়ে লিপিবদ্ধ করা হয়। কিন্তু ওসি কামরুজ্জামান (টুকু) তার স্বীয় স্বার্থ হাসিলের জন্য ক্ষমতার অপব্যবহার করে নসু তালুকদারের তৃতীয় স্ত্রী মোসাম্মৎ রহিমা বেগম কে বিভিন্ন প্রলোভন দিয়ে আমাদের নামে মিথ্যা জালিয়াতি মামলা করেন। ওসি কামরুজ্জামান (টুকু) আমাদের ও আমার চাচাদের বাড়ি ছাড়া করতে নানা রকমের কুট কৌশল অবলম্বন করছেন। আমাদের ও আমার চাচাদের জমিজমা আত্মসাতের চেষ্টায় লিপ্ত থেকে ওসি টুকু তার লালিত সন্ত্রাস বাহিনী দিয়ে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে বেড়াচ্ছেন।
ওসি আমাদের বিভিন্ন ধরনের মাদক দ্রব্য দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিচ্ছেন। ওসি কামরুজ্জামান (টুকু)র মামাতো ভাই স্থানীয় ইউপি সদস্য সন্ত্রাসী মোঃ জাকির হোসেন অভি সহ ভাড়াটে সন্ত্রাসী দ্বারা আমাদের প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।
ওসি কামরুজ্জামানের প্রত্যক্ষ পরোক্ষ মদদে সন্ত্রাসীরা বেপরোয়া। তাদের অত্যাচার-নির্যাতনে আমরা দিশেহারা। ওসি টুকু ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। ওসি কামরুজ্জামান তার ভাইয়েরা আমাদের জমিজমা জবর দখল করার জন্য তাহাদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের খুন-জখমের হুমকি দিচ্ছেন।
ওসি টুকু আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা আমাদের নানা রকমের হয়রানি করার জন্য হুমকি দিয়ে বেড়াচ্ছেন।
আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমার চাকুরির ক্ষতি সাধনের জন্য ওসি টুকু বিভিন্ন ধরনের অপচেষ্টায় লিপ্ত। আমাদের পরিবার একটি সুশিক্ষিত পরিবার।
আমি ও আমার ভাই চাকুরী করে জীবিকা নির্বাহ করি এবং সামাজিক ভাবে বসবাস করে আসছি। আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি করার হীনমন্যতায় ওসি টুকু উঠে পরে লেগেছে।
তার মদদে সন্ত্রাসীদের ভয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে বাড়িতে বসবাস করতে পারছিনা।
ওসি টুকুর মামাতো ভাই সন্ত্রাসী অভি ও তার বাহিনীর ভয়ে বাড়িঘর ছেড়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি। ওসি কামরুজ্জামানের রয়েছে নামে-বেনামে অঢেল সম্পদ। ওসি টুকুর পালিত সন্ত্রাসীদের অত্যাচার-নির্যাতনে আমরা দিশেহারা। তার সন্ত্রাসী বাহিনীর ভযে এলাকার কোন মানুষ আমাদের পক্ষে কথা বলার সাহস পাচ্ছে না। আমাদের পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এসময় মো: আলতাফ হোসেন তালুকদার, মো: মনির তালুকদার, মো: ফোরকান তালুকদার, মো: রুবেল তালুকদার উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply