ওসি টুকুর ভাইয়ের সংবাদ সম্মেলনের প্রকাশিত সংবাদের প্রতিবাদ | আপন নিউজ

শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত
ওসি টুকুর ভাইয়ের সংবাদ সম্মেলনের প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ওসি টুকুর ভাইয়ের সংবাদ সম্মেলনের প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১১ সেপ্টেম্বর ২০২০ইং তারিখ বিভিন্ন অনলাইন পোর্টালে ও ১২/০৯/২০২০ইং তারিখ বিভিন্ন পত্রিকায় নেছারবাদ থানার সাবেক ওসি বর্তমানে খুলনা রেঞ্জে সংযুক্ত মোঃ কামরুজ্জামান টুকুর বড় ভাই মোঃ সোহরাব হোসেন স্বপন তালুকদার কলাপাড়ায় এক সংবাদ সম্মেলন করায় যে সংবাদ ছাপা হয়েছে তাহা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনাকে আড়াল করে স্বপন তালুকদার ভূয়া মিথ্যা বিভ্রান্তি মূলক তথ্য দিয়ে সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করেছেন যার বাস্তবতার সাথে কোন মিল নাই। ওসি কামরুজ্জামন টুকুর প্রত্যক্ষ পরোক্ষ মদদে তার ভাই সোহরাব হোসেন স্বপন তালুকদার, লোকমান হোসেন তালুকদার ও তাদের মামাতো ভাই স্থাণীয় ইউপি সদস্য জাকির হোসেন অভির নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী এলাকায় রাম রাজত্ব কায়েম করে অন্যের জমি দখল মিথ্যা মামলা ও হামলা করে আসছে। আমি বিগত ০৮/০৯/২০২০ইং তারিখ সংবাদ সম্মেলন করার পরে ওসি টুকু ও তার ঘনিষ্ট আত্মীয় স্বজনরা আমার ও আমার বাবার ফোনে কল দিয়ে নানা রকম ভয়ভীতি ও পুলিশী হয়রানি করার হুমকি দেয়। ওসি টুকু আমার বাবার বাড়ির জমি তার বাবার নামে দলিল দিতে বলে, অন্যথায় কোন মিমাংসা হবে না বলে জানান আমার কাছে যার তথ্য বহুল প্রামন আছে। ওসি টুকুর প্রভাবে প্রভাবিত হয়ে তার লালিত সন্ত্রাসী অভি, স্বপন তালুকদার ও লোকমান হোসেন এর নেতৃত্বে আমার ও আমার পরিবারের সদস্যদের নামে জনৈক রাহিমা বেগমকে আর্থিক প্রলোভন দিয়ে আমাদের নামে মিথ্যা বানোয়াট, জাল-জালিয়াতির মামলা করিয়াছেন, যা ভিত্তিহীন। যার প্রমান হিসেবে তাদের আপন মামা মোঃ আবুল কালাম আজাদের দ্বারা চাকামইয়া ইউনিয়ন পরিষদ থেকে প্রতারনার মাধ্যমে মোঃ নাসির উদ্দিন নসু তালুকদারের ভূয়া মৃত্যু সনদ উত্তোলন করে আমাদের হয়রানি করার জন্য জাল-জালিয়াতির মামলা করান। সংবাদ সম্মেলনে আমাকে জড়িয়ে যে সকল তথ্য দেয়া হয়েছে তার কোন ভিত্তি নাই। কাল্পনিক মন গড়া ও অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ওসি টুকুর বড় ভাই স্বপন তালুকদার আমার নামে বানোয়াট মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন। আমার করা ০৮/০৯/২০২০ইং তারিখের সংবাদ সম্মেলন সঠিক ও তথ্য বহুল। আমার সাথে থাকা রুবেল তালুকদারের জমি-জমা স্বপন তালুকদার গংরা দীর্ঘ দিন ধরে জোড় জবর করে ভোগ করে আসছে। জমির বিরোধ নিয়ে স্বপন তালুকদার রুবেল তালুকদারকে একটি হত্যা মামলায় জড়ায়। বর্তমানে রুবেল ওই মামালার চার্জসিটে অব্যহতি পায়। এছাড়াও ছোহরাব হোসেন স্বপন তালুকদাররা রুবেল তালুকদারের মায়ের জমি জোড় করে ভোগ দখল করে আসছে। যা নিয়ে চাকামইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতে ৫৭/২০ তারিখ ২৩/০৮/২০২০ইং মামলা চলমান। স্বপন তালুকদারসহ অন্য আসামিরা ওই মামলায় হাজির না দেয়ার কারনে মামলাটি ফয়সালা হচ্চে না। ফলে রুবেল তালুকদার স্বপন তালুকদার গংদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। প্রকৃত পক্ষে রুবেলের সাথে আমার কোন ঘনিষ্টতা নাই। সংবাদে এ ছাড়াও মোস্তফা বিশ্বাসের নাম উল্লেখ করা হয়েছে যে, সে দখলবাজ, প্রকৃত পক্ষে ওসি টুকুর পরিবার তার জমি জোড় করে দখল করে নিয়েছেন। এ সময় সংঘর্ষ হলে স্বপন তালুকদার মোস্তফা বিশ্বাসের নামে আমতলী থানায় মামলা দায়ের করে। ওই মামলায় আমি স্বপন তালুকদারের একজন মানিত স্বাক্ষী। হেতু মোস্তফার সাথে আমার সম্পর্ক কোথায়। প্রকৃত পক্ষে ওসি টুকুর পরিবার জমি দখলবাজ। আমার পিতা ও চাচাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত গামুরীবুনিয়া মৌজার এস.এ খতিয়ান নং ২১২ তে ১ একর ৫৮ শতাংশ জমি ওসি টুকুর পরিবার জোড় পূর্বক দীর্ঘ বছর যাবৎ ভোগ দখল করে আসছে। তাদের দোষ ত্রুটি ধামাচাপা দিতে আমার/আমাদের নামে অসত্য বিভ্রান্তি মূলক তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে যার কোন অস্থিত্ব নাই। সেহেতু উক্ত সংবাদ সম্মেলনের প্রকাশিত সংবাদে আমার ও আমার পরিবারের সদস্যদের সামাজিক, রাজনৈতিক, অথনৈতিক ভাবে মানক্ষুন্ন করা হয়েছে। তাই উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ আবু ইউসুফ তালুকদার,
পিতা- মোঃ আলতাফ হোসেন তালুকদার
গ্রাম- গামুরীবুনিয়া, উপজেলা- কলাপাড়া,
জেলা- পটুয়াখালী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!