বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি।।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর দ্বিতীয় রাউন্ডে আমতলী ও তালতলী উপজেলায় ৩৬ হাজার ২শ’ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এ বিষয়ক এক অবহিতকরন সভা রবিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারীর সভাপতিত্বে অবহিতকরন সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহাদৎ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, ডাঃ সুমন খন্দকার, নার্সিং সুপার ভাইজার আকলিমা বেগম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোঃ নুরুল আমিন ও মোঃ শাহ আলম প্রমুখ।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, আগামী ২৬ সেপ্টেম্বও থেকে দ্বিতীয় রাউন্ডে আমতলী ও তালতলী উপজেলায় ৬ মাস বয়সী ৪ হাজার ২০০ এবং ১২ মাস বয়সী ৩২ হাজার ২শ’ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply