শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
গলাচিপা প্রতিনিধিঃ
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে তারনিজ গ্রামের বাড়ি গলাচিপায় চরবিশ্বাস বাজারে মঙ্গলবার রাতে একটি মশাল মিছিল করা হয়। ওই মিছিলের নেতৃত্ব দেন নূরের শ্যালক মহিবুল্লাহ এনিম। চরবিশ্বাস বাজারে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদস্য আবু নাঈম, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, জুয়েল, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলার জন্য ভিপি নূরের কন্ঠ রোধ সকরার চেষ্টা চালাচ্ছে সরকার। সরকার দিশেহারা হয়ে ধর্ষণ মামলা ঠুকে দিয়ে হয়রানি করছে। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন চরবিশ্বাস এলাকায় একটি মশাল মিছিলের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রওনা হয়ে গেছে। পরে বিস্তারিত বলতে পারবো।’
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply