বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের-বেনাপোল মহাসড়কের বেনাপোল বাজারের বলফিল্ডের সামনে সোমবার (২৬ এপ্রিল) সকালে ট্রাকের ধাক্কায় কোব্বাত আলী (মিস্ত্রি) (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায়। পরে বেনাপোল পোর্টথানার পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
নিহত কোব্বাত আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে এবং বেনাপোল বাজারে ঘড়ি মিস্ত্রি নামে পরিচিত ছিল।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, বেনাপোলগামী একটি ট্রাক (যশোর-ট-১১-১৭৫১) বাইসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাক চালক পলাতক রয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply