আমতলীতে সিসি ক্যামেরায় সনাক্ত দুই ছিনতাইকারী গ্রেফতার; অটোরিক্সা উদ্ধার | আপন নিউজ

রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক সংলাপ গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ কলাপাড়ায় মুরগীসহ পালনের উপকরণ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে উধাও প্রতারক সংস্থা আমতলী সরকারী কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কলাপাড়ায় স্ত্রী কর্তৃক প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগ
আমতলীতে সিসি ক্যামেরায় সনাক্ত দুই ছিনতাইকারী গ্রেফতার; অটোরিক্সা উদ্ধার

আমতলীতে সিসি ক্যামেরায় সনাক্ত দুই ছিনতাইকারী গ্রেফতার; অটোরিক্সা উদ্ধার

আমতলী প্রতিনিধি: সিসি ক্যামেরায় সনাক্ত শেষে দুই অটোরিক্সা ছিনতাইকারী মোঃ সোলায়মান ও জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদের ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করে অটো উদ্ধার করা হয়। শুক্রবার পুলিশ তাদের জবানবন্দির জন্য আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রেরন করেছে।

জানাগেছে, গত সোমবার যাত্রী সেজে তিন ছিনতাইকারী মোঃ সোলায়মান(২০), জাহিদুল ইসলাম (১৯) ও জাকারিয়া (২১) আমতলী পৌর শহরের বৃদ্ধ অটো রিকসা চালক মোঃ সিদ্দিকুর রহমানকে নিয়ে কলাপাড়া যাচ্ছিল। পথিমধ্যে তিন ছিনতাইকারী অটো চালক সিদ্দিকুর রহমানকে মারধর করে সড়কে ফেলে রেখে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। আহত অটো চালককে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে। ওইদিন রাতে বৃদ্ধাকে মারধর করে অটোরিক্সা ছিনইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের নজরে আসে। পরে পুলিশ সিসি ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজের মাধ্যমে তিন ছিনতাইকারীকে সনাক্ত করে। পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ফেরিঘাট এলাকা থেকে ঘটনার সাথে জড়িত সোলায়মান ও জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে। পরে তাদের দেয়া তথ্যমতে অটো রিক্সাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অটো চালক মোঃ সিদ্দিকুর রহমান বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার বিকেলে পুলিশ গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীকে জবানবন্দির জন্য আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছেন।

মারধরের শিকার বৃদ্ধ অটো চালক মোঃ সিদ্দিকুর রহমান কান্নাজনিত কন্ঠে বলেন, তিনজোনে কলাপাড়া যাওয়ার কতা কইয়্যা মোর অটো রিক্সা ভাড়া হরে। অর্ধা পেতে নিয়া মোরো মইর‌্যা অটো ছিনতাই কইর‌্যা লইয়্যা গ্যাছে। পুলিশ মোর অটো আইন্না দেছে। মুই ওসি স্যারের লই¹া দোয়া হরি। অটো না পাইলে মুই গুড়াগুড়া লইয়্যা না খাইয়্যা থাকতে অইতে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, দুই চোরকে গ্রেফতার করে জবান বন্দি দেয়ার জন্য আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!