শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলা ভ্রাম্যমান আদালত মাদকসেবী রেজাউল খলিফাকে এক মাসের কারাদন্ড ও পাঁচ’শ টাকা অর্থদন্ড করেছেন। শনিবার রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন। বরিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
জানাগেছে, উপজেলার ছাতনপাড়া গ্রামের হানিফ খলিফার ছেলে রেজাউল খলিফা (২৪) মালিপাড়া সড়কে শনিবার রাতে গাঁজা সেবন করছিল। খবর পেয়ে তালতলী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে ৩ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে পুলিশ তাকে তালতলী উপজেলা ভ্রাম্যামান আদালতে সোপর্দ করে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে রেজাউলকে এক মাসের কারাদন্ড ও নগদ ৫’শ টাকা অর্থদন্ড করেছেন। একই সময়ে জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়। রবিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে রেজাউলকে এক মাসের কারাদন্ড ও নগদ ৫’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply